কলোসিয়াম - ফরিদ তালুকদার
প্রতিদ্বন্দ্বীর বুকের উপরে রাখা আমার ডান পা
হাতে দুই ফুটি তলোয়ারের কিনার ধরে বয়ে চলেছে তাজা রক্তের প্রবাহ
একটি শবের পাশে পড়ে আছে আমার বা হাতের ঢাল
ওকে আর এখন প্রয়োজন নেই আমার
গ্যালারিতে ছড়িয়ে পড়েছে লক্ষ জনতার উল্লাস!
‘বিজয় উল্লাস'!?
অথচ—
আমার হৃদয়ের সবটা জুড়ে বেজে চলেছে—
পরাজয়ের এক শোকার্ত বিউগল!
এতো কিছুর পরেও আমি জয়ী হতে পারিনি
একজন বিজয়ী গ্লাডিয়েটর এর আত্মতৃপ্তিতে নিমজ্জিত হতে পারিনি
আমার পায়ের নীচে ভয়ঙ্কর অট্টহাসিতে মেতে উঠা—
ও যে আমারই শব!
জলের সাথে মুখোমুখি দ্বৈরথে—
আমি কখনো আগুনকে জয়ী হতে দেখিনি
অথচ—
এতোটাকাল ধরে আমার মাঝে তুমি শুধু আগুনই খুঁজে এসেছো
আর আমি—
বহ্নির উত্তাপ না হয়ে, নিটোল দীঘির এক নীরবতা হতে চেয়েছিলাম
স্বচ্ছ জলের গভীরে তোমার প্রতিবিম্বকে ধারণ করে
নিরঙ্কুশ এক পূজারী হতে চেয়েছিলাম!
সেখানে এখন আমি শুধু তোমার হতাশার ছায়া পড়ি
আমাদের দিনরাত্রির প্রাণগুলো—
সেখানে এখন নিরন্তর ক্ষয়ে ক্ষয়ে যায় এক গহীন অমানিশায়!
মেঘের সিঁড়িতে পা রেখে—
তুমি শুধু আকাশের উচ্চতাকেই ছুঁতে চেয়েছো বারবার
কিন্তু—
এক বৃষ্টি সন্ধ্যার গভীরতা বুঝতে চাওনি কোনদিন!!
ফরিদ তালুকদার। কানাডা
-
ছড়া ও কবিতা
-
25-09-2021
-
-