ভালোবাসার টানে - দেওয়ান সেলিম চৌধুরী
এই পৃথিবীতে যেদিন পড়িবে মোর শেষ নিঃশ্বাস,
নীলিমার নীল থেকে আরো কিছু নীল নিয়ে
হয়ে যাব না ছোঁয়ার অনন্ত আকাশ।
অনেক দূরের আমি,হয়তবা নক্ষত্রের অস্পষ্ট আলোর মত
চেয়ে চেয়ে দেখে যাবো, পৃথিবীর পরিচিত মুখ।
ফেলে আসা পথ ঘাট, ভালোবাসা, অমৃত সুখ।
পরিচিত পৃথিবীর ফেলে আসা প্রতিটা কণা
দেবে হাতছানি, চলে এসো নেই কোন মানা।
আমিও বারে বারে ভিন্ন সাজে ধরনীর মাঝে
করিব আনাগোনা, ভালোবেসে নানা অজুহাতে।
সমস্ত ঋতুর মাঝে যত সুন্দর আছে
তার সাথে মিলেমিশে আসিবই ধরণীর মাঝে
না চেনার ভান করা বিচিত্র সাজে
মৃত্যু নিয়ে যাবে, যত দূরে অন্ধকারে, না ফেরার ভিড়ে
তবুও ঘুরে ফিরে রয়ে যাব এখানেই, পরিচিত সুরে।
খুজে নিও আশে পাশে কুয়াশার নরম ঘাসে।
ডানা মেলা গাং চিলে, শরতের আকাশে
অথবা স্নিগ্ধতায় মুগ্ধ করা ভোরের বাতাসে।
কোথায়ও খুঁজো না দুরে অন্ধকারে পাবে না নিলয়
খুঁজে নিও থেমে থেমে জ্বলে ওঠা জোনাকি আলোয়।
দেওয়ান সেলিম চৌধুরী। কানাডা
-
ছড়া ও কবিতা
-
02-10-2021
-
-