জীবন সরখেল এর দু'টি কবিতা
স্বপ্ন
স্বপ্ন খুঁজে স্বপ্ন নিয়ে
স্বপ্ন ফেরি করি,
স্বপ্ন দিয়ে স্বপ্ন বীজে
নূতন স্বপ্ন গড়ি।
স্বপ্ন আশা স্বপ্ন ভাষা
স্বপ্নভরা তান
স্বপ্ন ছাড়া স্বপ্ন হারা
স্বপ্নহীন গান।
স্বপ্ন সুখ স্বপ্ন ভাব
স্বপ্ন শান্তি স্বপ্ন বিভাব।
স্বপ্ন মিলন স্বপ্ন বিচ্ছেদ
স্বপ্ন ঐক্য স্বপ্ন বিভেদ।
স্বপ্ন সুধা স্বপ্ন অমৃত
স্বপ্ন বিলাস স্বপ্ন বিধৃত।
স্বপ্ন জীবন স্বপ্ন মরণ
স্বপ্ন অসুখ স্বপ্ন আলাপন।
স্বপ্ন রীতি স্বপ্ন নীতি
স্বপ্ন হিয়া স্বপ্ন ভীতি।
স্বপ্ন ঘিরে স্বপ্ন সুখে
নিয়ে স্বপ্ন সুন্দরী,
স্বপ্ন স্রোতে স্বপ্ন লোকে
স্বপ্ন সাথে দিই পাড়ি ।
অভাব
ঘুরে বেড়াই আপনমনে,
খুঁজে চলি আপনজনে--
স্বপ্নে বিভোর আশায়--
তাঁর গভীর ভালোবাসায়
পাবো তাঁর সন্নিধি,
যদি দয়া করেন বিধি।
প্রেমরতনে যত্ন করে
পৌঁছে যাবো আপনঘরে।
হয়ে বাঁধনহারা
রব পাগলপারা!
হবে মোদের সুদিন!
আসবে যবে সেদিন।
জীবন সরখেল
বাড়াভগলদিঘী, বাঁকুড়া
ভারত
-
ছড়া ও কবিতা
-
02-10-2021
-
-