অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
তুমি বুঝবে কি করে? - মোঃ আইনাল হক

বাহ্যিক রক্তক্ষরণে কেঁদে ভাসাও বুক
সীমাহীন আহাজারিতে ভেঙে পড়ে আকাশ। 
কিন্তু! এই যে, হৃদয়ে বয়ে চলা 
অবিরত রক্তক্ষরণ,
বেদনার বালুচরে ভেসে যাওয়া বসতি,
প্রতিনিয়ত নীল কষ্টের বিষে 
পিষে যাওয়া অন্তরাত্মার দীর্ঘশ্বাস, 
সে, তুমি বুঝবে কি করে? 
দেখা যায় না বলে, না থাকার দৃঢ় বিশ্বাসে অন্ধ তুমি 
তুমি হৃদয় বুঝ না!
পুড়ে যাওয়া মনের গন্ধ পাবে কি করে? 

ভালোবাসা? সে তো অনুভূতির ব্যাপার।
নানান অনুভবের ব্যাপ্তিতে যার বিস্তৃতি 
কতক ভালোলাগা, 
কতক অভিনয়, 
কতক স্বার্থ, 
কতক বিনীত নিবেদন সবিনয়। 

প্রত্যাশার চাপে নুইয়ে পড়া বিদগ্ধ মন
খালি সুযোগ খুঁজে;
অপেক্ষার নিয়ন বাতির আলো শেষ হয়,
শেষ হয় নির্ঘুম রাতের প্রতিটি প্রহর
তবু তোমার মনের তল অনাবিষ্কৃত রয়।
এই যে ! 
এত্তো এত্তো প্রতীক্ষা; 
পাবার সীমাহীন আকাঙ্ক্ষা, 
মনের মাঝে বিক্ষিপ্ত কল্পনার বসবাস
সে, তুমি বুঝবে কি করে? 

স্বপ্ন দেখা চোখ এখন ধূসর বর্ণহীন, 
জীবনটা সাদা-কালো পোস্টারে সয়লাব,
দুঃস্বপ্নের ভয়াবহ বার্তা ঘুমের রাজ্যে,
পূর্নিমা-অমাবস্যায় একাকার চিরচেনা গতিপথ, 
জীবনের বোঝা কাঁধে নিয়ে ধুঁকে ধুঁকে 
অতিবাহিত যে দূর্বিষহ জীবন 
সে, তুমি বুঝবে কি করে? 

মোঃ আইনাল হক 
রাজশাহী, বাংলাদেশ