অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ভুলে গেছি - গোলাম কবির

ভুলে গেছি সেই কবেই 
ভালো থাকার অনুভুতি গুলো কেমন! 
ভুলে গেছি আজ বালকের রঙিন মার্বেলে
ভর্তি কৌটার মতো গোপন সিন্দুকে রাখা
স্মৃতির শহরের সব অলিগলি পথ ধরে
জ্যোৎস্না রাতে ঠোঁটে ধরা 
জ্বলন্ত সিগারেটকে সঙ্গী করে 
একলা হেঁটে আসা প্রিয় নদীর তীরে।
ভুলে গেছি একদিন ছিলো মান অভিমান,
ভুলে গেছি সেই কিশোরবেলায় 
করা প্রথম অপরাধের কথা! 
শুধু মনে পড়ে এখনো সেই স্কুলের 
ভাঙা বেড়ার ফাঁক গলে পালিয়ে 
পাখির বাসা ভেঙে তার ছানা গুলো
বাসায় নিয়ে এসে মা'র বকুনি খেয়ে 
আবার চুপিচুপি প্রিয়নদীর সঙ্গে 
নিজের মনেই একটানা কথা বলা! 
ভুলে গেছি আজ সব, 
ভুলে গেছি একদিন মানুষ ছিলাম! 
মনে আছে শুধুই 
এই নিরানন্দ অর্থহীন বেঁচে থাকা।

গোলাম কবির
মোহাম্মদপুর, ঢাকা