অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
পার্থ সারথী চৌধুরীর কয়েকটি কবিতা

উপহার 
মার নিশ্বাসে ভয় প্রশ্বাসে উৎকণ্ঠা
মুখে বিভৎস বিবক্ষা 
হৃদয়ে উদগীরণ
বুকে জীবন্ত আগ্নেয়গিরি।
উৎকট জীবন গন্ধ শুঁকে
জীবন খেলা খেলেই যদি 
জীবন দেখতে হয়---

প্রতিক্ষার প্রহর গোনা
শেষ হোক অভিলাষের ।

দাও আমাকে শান্তি 
সে-ই হোক আমার
শ্রেষ্ঠ উপহার।

সত‍্যের প্রতি 
ত‍্যকে সত‍্যি বলে স্বীকার করে নিবে 
সে সাহস বা শক্তি কয়জনে বা থাকে
আমার সে সাহস বা শক্তি 
কবে বা ছিল বলব 
হারিয়ে ফেলেছি।

অসত‍্যে ডানা গজায় উড়তে পারে, উড়ে।

ভয়কে সামনে থেকে 
সত‍্যকে আগলে ধরে 
সে আমি এখন অপহত 
না বর্তমান না অতীত না ভবিষ্যত।

শপ্ত 
রদুপুরেও রাত হয় অন্ধকার রাত 
যখন চোখের দৃষ্টি হারায়।
হাতের মুঠোয় 'বিজয়' প্রয়োগে ব‍্যর্থ
হুংকারে ঝংকারি উঠে 'গান্ডিব'।

কেমন আছে ভ্রূশালী? 
অভিশপ্ত দাতাকর্ণ 
কার শাপে শপ্ত?
কার অভিশাপ
অহং না বিজয় এর?

পার্থ সারথী চৌধুরী। সিলেট