অমলিন স্মৃতি - মোহাম্মদ ইলইয়াছ
শেষ যাত্রার আগে আবার যদি দেখা হয়
তোমাকে দেখাবো ঘর-গেরস্থি,সাধের উঠোন
পুকুরের শান বাঁধানো ঘাট, জলের ফুল্ল ঢেউ
হাঁস-মুরগির খোপ, কবুতরের খড়ের বাসা।
শেষ প্রস্থানের আগে আবার যদি সাক্ষাৎ ঘটে
তোমাকে দেখাবো প্রথম চুম্বনের সলাজ দাগ!
জোনাকজ্বলা জোছনার ফকফকা আলো
আমাদের গোপনে সাঁতার কাটা নদীর সহবাস।
শেষ যবনিকার আগে আবার যদি পর্দা ওঠে
নির্জন মঞ্চে তোমার আমার যুগল সংলাপ
আমরা ছিলাম নশ্বর পৃথিবীর নিঃশ্ব চরিত্র
সাজঘরের অভিযাত্রায় ফেরার ত্বরা তাগিদ।
শেষ যাত্রার আগে আমাদের নেই কোন প্রার্থনা
বড় ভালোবেসে ছিলাম পুণ্যভূমির ফলজ মাটিকে
প্রকৃতির জল-হাওয়ায় সেই চিহ্নগুলো একাকার
স্মরণ-সরণির দুঃখ-বেদনায় থাকলো আর্তি।
জানি,অমলিন স্মৃতি মুছে যাবে, তবুও এসেছিলাম।
মোহাম্মদ ইলইয়াছ
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
16-10-2021
-
-