মিশে যাওয়ার সুখ - দেওয়ান সেলিম চৌধুরী
নদী চলে আপন মনে সম্মুখ পানে
কোথায় চলেছে নদী,নদী নাহি জানে।
সৃষ্টির পর থেকে এঁকেবেঁকে ক্লান্তিহীন পথ
কোথাও থামেনা নদী, যেন বিরামহীন রথ।
যেতে যেতে থমকে উঠে, সম্মুখে সমুদ্র দেখে
ভয় পেয়ে যেতে চায় উল্টো পথে বেঁকে।
তবুও পারেনা নদী দূরে যেতে, সমুদ্রের টানে
বিশালের এত টান ক্ষুদ্রের প্রতি, কেহ নাহি জানে।
ফিরে যাওয়া মস্ত মানা, প্রকৃতির নিয়মের কাছে
কেহই পারেনা যেতে এই ধরণীতে, যত শক্তি আছে
তাই নদীও বিলীন হয় সমুদ্রের মাঝে।
মুহূর্তে হারায় নদী, নিজ গতি, আত্মপরিচয়
কোথায় হারিয়ে যায়, হৃদয়ে ধারণ করা, অহেতুক ভয়।
ভালো মন্দ আবর্জনা, সাথে করে নিয়ে আসা যত বালিক্ণা
বিশাল গ্রহণ করে মন ভরে, সবটুকু তার, করে না মানা।
বিশালের সাথে মিশে যাওয়ার এখানেই সুখ
থাকেনা আত্মপরিচয়, টেনে লয়,করেনা বিমুখ।
দেওয়ান সেলিম চৌধুরী। কানাডা
-
ছড়া ও কবিতা
-
22-10-2021
-
-