মানুষ শক্তিবান - দেওয়ান সেলিম চৌধুরী
মানুষের প্রয়োজনে জন্ম দিয়ে কত দেবতার
নানা কাজে, নানা সাজে, বিচিত্র বাহার
জন্ম দিলে রেশারেশি করে, পৃথিবী ভরে
দেবতা থাকা চাই মানুষের প্রতিটা ঘরে।
পৃথিবীর কত গৃহে, কত দেবালয়ে, দেবতার ভয়ে ভয়ে
মানুষ দিয়েছে বলি মানুষেরে, দেবতার হয়ে।
আজো দেয়, অন্যপথে, অন্য কোনো ছলে
দেবতাকে রাখিতে হয় খুশি পুণ্য হয় বলে।
অনেক শতাব্দি পরে ধীরে ধীরে উদয় হলো মনিষার,
সবকিছু ঝেড়ে ফেলে, রাখিলে এক অবতার
বাকী সব মুছে গেল কুয়াশার মত, সূর্যের আগমনে
কারা ছিল তারা, কেউ কি আজো রেখেছে মনে?
যে দেবালয় পুণ্য ছিল অনেক দেবতার ছলে
আজো সে পুণ্য আছে, দেবতাবিহীন মানুষ চেয়েছে বলে।
মানুষ শক্তিবান, সবকিছু পারে
এক দেবতাকে শক্তি দিয়ে, অন্যের শক্তি কাড়ে।
মাতৃগর্ভে থাকা, মানব সন্তান
পরিপূর্ণতা দিয়েই তাকে করে ভূমিষ্ঠ দান
তাই মানুষ আজও বেঁচে আছে, মস্তক উঁচু করে
দেবতাদের জন্ম মৃত্যু মানুষেরই হাত ধরে।
দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
14-11-2021
-
-