"আমি কি মানুষ নই" - কার্ত্তিক মণ্ডল
হ্যাঁ; আমি এক জীবন্ত কিন্নর ,
ছুঁড়ে ফেলা রূপ গন্ধহীন, পোকা কাটা ফুল
বিধাতার হাতে গড়া জ্বলন্ত পুতুল
নয় ভুল----।
বাল্যে,মা বাপ করেছিল ত্যাগ
বলেছিল--------
অনুর্বর প্রস্তরিত ভূমি ফসল বিহীন,
দগ্ধ করেছিল সৃষ্টির যন্ত্রনা।
আসে বালু ঝড় ভেঙে খন্ড খন্ড হই;
কত বৈষম্য অমানবিক জ্বালা সই
বঞ্চনা আর উপেক্ষা আজ মানুষ থেকে আমায় ঠেলে দিয়েছে অনেক দূরে,
মানবতা হীন শূণ্য গহ্বরে
কত প্রশ্ন জাগে মনে,
শত আঘাত হানে প্রাণে
যত অপমান অবহেলা নির্দ্ধায় সই
রক্তে মাংসে গড়া, আমি কি মানুষ নই।
কার্ত্তিক মণ্ডল
পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
15-11-2021
-
-