তুমি চলে যাবার পর - সুনির্মল বসু
একটু একটু করে তুমি দূরে চলে গেলে
একবারও আমার দিকে ফিরে চাইলে না,
আমাদের ভালোবাসা তখন শীর্না নদী
সেখানে শুধুই বালু চিকচিক
কোথাও এতটুকু জলের উতরোল ঢেউ নেই,
যেন ঊষর মরুভূমির আশ্লেষ
এমন তো কখনো ভাবিনি।
রিমঝিম বৃষ্টি ভেজা দিনগুলো
পলাশ বনে কাটানো বিকেলগুলো
রাধাচূড়া কৃষ্ণচূড়ার মহাদেবচূড়ার
সকাল দুপুর মনে পড়ছিল,
মনে পড়ছিল -ধ্রুবতারার পাশে
অরুন্ধতীকে দেখার রাতগুলো।
তুমি চলে গেলে
একবুক কান্না পড়ে রইলো
আমাকে দেওয়া তোমার
শেষ উপহার।
আমার ভালোবাসা ক্যামেরাবন্দী নয়,
আমার ভালোবাসা বৈশাখী ঝড়
মন্ময় বেদনায় বিস্ফারিত উত্তাল নদী,
কিংবা খাঁড়ি পেরিয়ে মোহনার মুখ
তুমি তা জানলে না
জানতে চাইলে না,
ভালোবাসার উষ্ম প্রস্রবণ দেখা
দিনগুলো আমি ভুলিনি।
ভুলতে পারলে ভালো হতো,
ভোলা গেল না
কী আর করা যাবে !
তুমি যাবে যখন,যাও -
শুদ্ধতায় যাও মুগ্ধতায় যাও,
আমার ভালোবাসা চিরকাল
তোমার সঙ্গে যাবে,
মধুছন্দা,
আমার অন্তহীন ভালোবাসা
কখনো ফুরিয়ে যায় না।
সুনির্মল বসু
নবপল্লী, বাটানগর
দক্ষিণ 24 পরগনা, কলকাতা
-
ছড়া ও কবিতা
-
15-11-2021
-
-