অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
পরিচিত শব্দগুলো - শেখ নূরুল আমীন

গুচ্ছ-গুচ্ছ শব্দেরা এসে বিব্রত করে বারবার---  
কখনও রূপক কখনও অলংকার কখনও চিত্রকল্প অথবা
শ্লেষের উপস্থিতি টের পেয়ে যাই ঘুমঘোরে! 
এখানে বিস্ময় বা হতাশার স্থান নেই ---
একটার পর একটা যেন রুটিন ওয়ার্ক! 
পরিচিত শব্দগুলো প্রতিধ্বনিত হয় আর অপরিচিতেরা আসে হঠাৎ করেই ঝড়ের বেগে! 
কিছুক্ষণ স্থিতি তারপর হুট করে চলে যায় সীমানার বাইরে 
ইদানিং আগন্তুক শব্দের দিকে বেশ নজর রাখছে শব্দবিহীন বাক্যগুলো--- 
ক্ষয়িষ্ণু শব্দেরা নতুনদের নিয়ন্ত্রণ করে আদিগন্ত দাপিয়ে বেড়ায় ---
মাইক্রফোনের সুললিত কন্ঠে ইচ্ছেমতো আওয়াজ তোলে নিজস্ব ব্যকরণে!
অতীতের কাসুন্দি ঘেটে আনন্দ-উল্লাসে ফেটে পড়ে নাগরিক বোধ! 
নিতান্ত একঘেয়েমি দূর করতে নতুন কর্মসূচি ঘোষণা হয় বিরতিহীন আয়েশে---
মেধাহীন জড়ায়ু থেকে ভূমিষ্ট হচ্ছে পরগাছা নির্ভর জলবায়ু! 
লোভের দ্যোতনায় পর্যুদস্ত হচ্ছে চেতনার অঙ্কুরোদগম! 

শেখ নূরুল আমীন 
নেছারাবাদ, পিরোজপুর 
বাংলাদেশ