অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
যাওয়ার বেলায় - শ্রী রাজীব দত্ত

তুমি কি সত্যি চলে যাচ্ছো?
সব কথা কি বলা হয়ে গেছে?
নাকি এখনো কিছু বাকি রয়েছে?
সব উত্তর কি পেয়েছ?
নাকি তারাও দিয়েছে ফাঁকি।
তবে যে কথাগুলো বলা হলো না,
যে প্রশ্নগুলো করা হলো না,
যে সময়টা হাত ধরার কথা ছিল,
সে হাত আর ধরা হলো।
কথা ছিল আবার নতুন করে
কোন নির্জনতার ভিড়ে
একটি শান্ত দুপুরে,
ওই রেল স্টেশন টাতে
আমরা থাকবো বসে দুজনে,
কিছু শালিকের, কিছু চড়ুইয়ের আনাগোনা
তারই মাঝে তোমার আমার সুখ দুঃখের গল্প।
কত স্বপ্ন ছিল তাই না?
সব স্বপ্ন বাস্তবে পরিপূর্ণতা পায় না।
দূর থেকে ভেসে আসা গান
ছোটখাটো রাগ আর কিছু অভিমান,
এইসব নিয়েই তোমার আমার,
কিচিরমিচির সংসার।
বিবাহসূত্রে আবদ্ধ না হলেও
মানসিক সূত্রে আমরা স্বামী-স্ত্রী।
স্বপ্নের সাম্রাজ্যে দুজনেই দিতাম পারি।
স্বপ্নতে এক কামরার ফ্ল্যাট,
তোমার দালানকোঠা
আমার ঝুলবারান্দা।
তোমার হাতে সাজানো বাগান
এইতো স্বপ্ন ছিল, সাদামাটা।
এক উড়ন্ত ঝরে সব স্বপ্নভঙ্গ,
সেই তুমি আজ অন্যের সম্পত্তি
আর আজও আমি দেখি এই দুনিয়ার রঙ্গ।

শ্রী রাজীব দত্ত। কলকাতা