অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নেশা করেছি - তানিয়া আক্তার

মি নেশা করেছি ভালোবাসার টানে আমি,
বারবার নেশা করেছি।
আচ্ছা, তুমি কি কখনো নেশা করেছো?
অনিচ্ছাকৃত হলো কখনো কি নেশা করেছো?
আমি করেছি।
আমার বিচ্ছেদের জীবনে বিচ্ছেদকে উড়িয়ে দিতে আমি বারবার নেশা করেছি।
বারবার নিশা করেছি
ভালোবাসার টানে।
তুমি জানো না 
ভালবাসার তীব্র আকাঙ্ক্ষা নেশাকে কখনো নেশা মনে হয় না
মনে হয় ভালোবাসাকেআরও
তীব্র করার এক মহা ঔষধ ।নেশা নেশা নেশা 
এ কেমন নেশা বলতে পারো?
নেশা করে যদি টালমাটাল না হলাম,
যদি না ভুলতে পারলাম তোমার চলে যাওয়া,
যদি নাইবা ভুলতে পারলাম তোমার যত সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলা,
তাহলে তা কেমন নেশা?
আমি নেশা করেছি।
নেশা করে করে রোজ ভুলতে চেয়েছি
সত্যিই কি ভুলতে পেরেছি?
আমি ভালোবাসার নেশায় নেশা করেছি।
আমি চলন্ত বাসে ভালোবাসাকে ঝুলতে দেখেছি,
ব্রীজের রেলিং ঝুলে ঝুলে দোল খেতে দেখেছি,
পাঁচ টাকার চীনা বাদামে
বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে দেখেছি,
আমি রোজ নেশা করেছি।
আমি দেখেছি হীরের আংটি মাঝে,
ভালোবাসাকে আটকে যেতে,
গোলাপের পাপড়ির মত,
ঝরে যেতে দেখেছি ভালোবাসাকে।
নেশার ঘোরে স্বচক্ষে দেখেছি
ভালোবাসার জন্য অপেক্ষা করে করে কতজন ঘুমিয়ে আছে রাস্তার ফুটপাতে।
আমি নেশা করেছি।
নেশা করে করে অমাবস্যার রাতে ও
চাঁদের সাথে কথা বলেছি। আমি নেশা করেছি
আমি নেশা করেছি।

তানিয়া আক্তার
বরিশাল, বাংলাদেশ