অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
খোরশেদ আলম এর দুটি ছড়া

সম্প্রীতি
ম্প্রীতি মানে-
মিলেমিশে থাকা
এক সাথে পথ চলা
সম্প্রীতি মানে-
মিঠে ছবি আঁকা
গলা ছেড়ে কথা বলা।

সম্প্রীতি মানে-
রাশিরাশি সুখ
তুমি-আমি এক জাত
সম্প্রীতি মানে-
আলোকিত মুখ
বাড়িয়ে সুখের হাত।

সম্প্রীতি মানে-
হানাহানি ভুলে
দেশ-মাটি এক প্রাণ
সম্প্রীতি মানে-
মন-প্রাণ খুলে
সুবাস ছড়ানো ঘ্রাণ।

মামা বলে
মামা বলে ভাগিনা
আমি খুব রাগিনা
মাথা বড়ো ঠান্ডা
কাঁধে নিয়ে গামছা
ছুটে যায় চামচা
মার জোরে ডান্ডা।

ঘেমে আছি গরমে
রাগ নিয়ে শরমে
ভাজা খাই আন্ডা
কোন ছবি আঁকিনা
কিনে খাই বাকিনা
চলো যাই মান্ডা।

খোরশেদ আলম
ঢাকা, বাংলাদেশ