ভুল - সিদ্দিকা ফেরদৌস তরু
আমি গতকাল পর্যন্ত আশ্রয় চেয়েছিলাম
যে আশ্রয়গুলো এতদিন ভাবতাম খুব আপন,
আমি বিধস্ত ছিলাম, ছিলাম অসহায়।
শুধু খুঁজে বেড়িয়েছি একটু খানি
পরম নির্ভরতা, পরম শান্তির ঠিকানা।
আমি আসলে ভুল, ভুল ছিলাম।
কারণ আমার সামনে অপেক্ষমান,
চরম পরম স্বার্থপর কিছু মানুষ।
যাদের মাঝে খুঁজেছিলাম আমি নির্ভরতা।
আসলেই আমি ভুল, ছিলাম ভুল।
মানুষ কখনও পারে না হতে স্বার্থহীন।
বাবা মা খোঁজে সন্তানের মাঝে স্বার্থ,
সন্তান খোঁজে তাদের মাঝে স্বার্থ।
আর আমি স্বার্থপরতা স্বার্থহীনতার
মাঝে দোদুল্যমান।
যাদের নিয়ে গড়ে ছিলাম ভালোবাসার জীবন,
সবই স্বপ্ন ছিল, চোখ মেলে দেখি সব ম্লান।
আসলেই সবই ছিল ভুল, শুধুই ভুল।
সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
20-11-2021
-
-