বিশ্বাস রেখো আবার উঠে দাঁড়াবে মানুষের সভ্যতা শ্রুতিলিখনের কোষকাব্যে রচিত হবে মানবিকতা হে কনকমুকুট শোভিতা ! ওই দেখ হাজারো বঞ্চিতা কলঙ্কমোচনের অঙ্গীকারে কাতারবন্দি সত্যি অভাবিতা !বিশ্বাস রেখো আবার সরে যাবে ডাইনোসরের অপছায়াবেদনার ক্ষারজলে লুপ্ত হবে অপদেবের ধ্বংস কায়া প্রেমের পুষ্পায়নে সৃষ্টি হবে কুসুমিত জারিত মায়া চিত্তগ্রাহী ছন্দমাধুরী প্রবাহিত হবে দু'কূল ছাপিয়া ৷বিশ্বাস রেখো আবার হেসে উঠবে ক্লেদিত ধরণি উৎত্রাসের যবনিকা শেষে নোঙর করবে প্রেমের তরণিযন্ত্রণার রোগশয্যা সরে যাবে আবার জাগবে পুষ্প সরণিবিশ্বাস রেখো মানুষ হারবেনা ওই শোন বিজয় ধ্বনি ৷ এম এ ওয়াজেদ। বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa