অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
বিশ্বাসের শব্দাবলী - এম এ ওয়াজেদ

বিশ্বাস রেখো আবার উঠে দাঁড়াবে মানুষের সভ্যতা 
শ্রুতিলিখনের কোষকাব্যে রচিত হবে মানবিকতা 
হে কনকমুকুট শোভিতা ! ওই দেখ হাজারো বঞ্চিতা 
কলঙ্কমোচনের অঙ্গীকারে কাতারবন্দি সত্যি অভাবিতা !

বিশ্বাস রেখো আবার সরে যাবে ডাইনোসরের অপছায়া
বেদনার ক্ষারজলে লুপ্ত হবে অপদেবের ধ্বংস কায়া 
প্রেমের পুষ্পায়নে সৃষ্টি হবে কুসুমিত জারিত মায়া 
চিত্তগ্রাহী ছন্দমাধুরী প্রবাহিত হবে দু'কূল ছাপিয়া ৷

বিশ্বাস রেখো আবার হেসে উঠবে ক্লেদিত ধরণি 
উৎত্রাসের যবনিকা শেষে নোঙর করবে প্রেমের তরণি
যন্ত্রণার রোগশয্যা সরে যাবে আবার জাগবে পুষ্প সরণি
বিশ্বাস রেখো মানুষ হারবেনা ওই শোন বিজয় ধ্বনি ৷ 

এম এ ওয়াজেদ। বাংলাদেশ