অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
রমা সেনের স্মৃতিভার - মোহাম্মদ ইলইয়াছ

মি ছিলাম পাবনার জেলে সাত নম্বর কয়েদি
সেখানে দিয়েছিলাম জীবনের শেষ অগ্নিপরীক্ষা
তবু আমার শাপ মোচন হয়নি ব্যর্থতার কারণে।

তাই বারবার হারানো সুর খুঁজেছি রাজলক্ষ্মী-
ও শ্রীকান্তের বার্মা জীবন  এবং প্রীতির প্রেরণায়
স্মৃতিটুকু থাক স্মরণে রেখে দীপ জ্বেলে যাই।

তবুও গৃহদাহ  হচ্ছে সুরেশ ও মহিমের ঘরে
আর তখনই আঁধির ইন্দিরা গান্ধী ও দেবী চৌধুরীনি
এসে দাঁড়ান আলো আমার আলো নিয়ে উভয়ই। 

আমি বেভুলো প্রণয়পাশা খেলতে পারিনি 
হারমানা হার নিয়ে দেবদাসের মতো গেছি
গোয়ালনন্দের ঘাটে। আমি কী ভালোবেসেছিলাম পার্বতীকে?

আমি সেই ছবিঘরের এক অজানা পান্থ পথিক 
সাঁঝের প্রদীপ জ্বেলে রেখেছি অথই নীলাকাশে
প্রস্থানের পরে আবার জ্বেলে দিও সন্ধ্যা প্রদীপের শিখা।

মোহাম্মদ ইলইয়াছ 
শাহজাদপুর, কোম্পানীগঞ্জ,
নোয়াখালী, বাংলাদেশ।