বাবা তুই কথা শুনিস না - গৌতম কুমার রায়
ওরা কাজ করে মাঠে
দিনের শেষে ফেরে খালি হাতে।
মহাজন দেয়না টাকা
বলে আজ পকেট ফাঁকা
যা, বাড়ি যা।
টাকা দিয়ে করবি কি?
খাবি তো মদ আর তাড়ি।
না গো বাবু।
ঘরেতে চাল নাই গো।
ছোট্ট ছেলেটা তিন দিন ভাত খায় নাই গো।
আসার সময় বলেছে
বাবা আজ চাল আনিস।
আলু সবজি না হয় নাই আনলি
শুধু নুন দিয়েই ভাত খেয়ে নিবো।
আমি সন্ধ্যায় খড়ি কুড়ায়ে আনবোক্ষন।
খোকা দূর থেকে ছুট্টে এসে বলে
বাবা চাল এনেছিস?
অনেক দিন পর আজ ভাত খাবো।
বাবার হাতে কোনো ব্যাগ না দেখে
খোকা সুধায়?
বাবা চাল আনিস নাই।
তোরে কইছিলাম না
আজ ভাত খাবো।
বাবা তুই না একদম কথা শুনিস না।
গৌতম কুমার রায়
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
-
ছড়া ও কবিতা
-
21-11-2021
-
-