দ্বিখণ্ডিত - শান্তনু দত্ত
জানিনা হয়তো, জীবনের শেষ অবসরে
তোমাকে আবার পাবো ফিরে অচেনা প্রান্তরে।
যেখানে হলুদ চাঁদ থাকে পাহাড়ের ঢালে
যেখানে হলদে পাখী দোলে সোনালী ফুলে ফলে।
জানিনা কোথায়, এরপর ফের দেখা হবে।
শুধু জানি রাতের আকাশ থাকবে অনুভবে।
হয়তো দেখা হবে, যেখানে ঞ্জান সূর্য হয়ে ওঠে
যেখানে সত্যের সংলাপ, ফুল হয়ে ফোঁটে।
যেখানে ভালোলাগা মানে হৃদয়ের স্পন্দন
যেখানে চোখ জানে শুধু হাসি আর বন্ধন।
যেখানে মুক্ত চিন্তা বয়ে চলে নদীর মতো
ভয়হীন মানবতা জেগে থাকে অবিরত।
যেখানে মনও জেনে নিতে চায়, তার শেষ
যেখানে তোমার ভালোবাসা হয়েছে বিশেষ।
যেখানে দ্বিখণ্ডিত পথে জেগেছে নীরবতা,
সে পথে আমি হতে চেয়েছি তোমার কবিতা।
শান্তনু দত্ত
বাগনান, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
22-11-2021
-
-