অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
হেমন্তের স্বপ্ন ছবি - কার্ত্তিক‌ মণ্ডল

ঠোনের এক কোণে ব'সে
হেমন্তের স্বপ্ন ছবি দেখছি
হৃৎপিন্ডের মত ওঠা নামা করছে সব।
পাতার ফাঁকে ফাঁকে নৃত্য তালে মগ্ন জলছবি ক্যানভাস
ঠিক যেন হলুদ গাঁদা বাঁধা মল্লিকার বেণী,
দুলিয়ে দুলিয়ে এপাশ ওপাশ হচ্ছে।

ছেঁকা দেওয়া উনুন আঁচ----
খসে‌ খসে পড়া শুকনো পাতার কোল বেয়ে,
আসমুদ্র হিমালয়ের চিত্র কলা‌ আর
ছাতিম ফুলের ঘ্রাণ
অলিখিত ইতিহাসের ব্যর্থতার উষ্ণ শ্বাস আমায় স্পর্শ করে চলেছে
বাগানে রোদ খেলে যাওয়ার মত করে।

কার্ত্তিক‌ মণ্ডল
পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ, ভারত