অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
একটি স্বাধীন পতাকার জন্য - নির্মল ভৌমিক

একটি স্বাধীন পতাকার জন্য
স্বাধীন দেশের 
একটি স্বাধীন পতাকার জন্য 
মোরা নয়টি মাস করেছি
রক্তক্ষয়ী যুদ্ধ। 

একটি পতাকায় একটি স্বাধীন ভূখণ্ড 
পাবো বলে
আবালবৃদ্ধবনিতা শক্ত বুটের তলায় হয়েছি পিষ্ট! 

গ্রামের পরে গ্রামে দেখেছি 
নির্মম হত্যাকাণ্ড,
নিলামে উঠেছে দুই লক্ষ মা বোনের সম্ভ্রম আর
তিরিশ লক্ষ তরতাজা প্রাণ হয়েছে উৎসর্গ, 
শুধু এই একটি স্বাধীন পতাকার জন্য। 

গ্রামের পরে গ্রামে সেদিন 
পাইনি কোনো ফুলের স্নিগ্ধ গন্ধ, 
চারদিকে পেয়েছি সেদিন ভীতিকর পরিবেশ 
আর মানুষ পোড়া গন্ধ! 

জ্বলেছি,মরেছি,পুড়েছি 
প্রাণের বিনিময়ে পতাকা পেয়েছি, 
লাল সবুজের পতাকা
এই পতাকা আমাদের চিরঞ্জীব প্রেরণা।

এই পতাকা আমাদের গর্ব
আমাদের আদর্শ, 
এই একটি পতাকা আমাদের
স্বাধীন ভূখণ্ডের ঠিকানা। 

এই একটি স্বাধীন পতাকার জন্য 
প্রয়োজনে আবারও হাতে নিতে পারি অস্ত্র, 
অনায়াসে বাজি ধরতে পারি জীবন 
শুধু এই একটি স্বাধীন পতাকার জন্য।। 

আমাদের ধর্ম 
মাদের ধর্ম হোক 
মানুষের প্রেম,
চল্ আমরা ভুলে যাই ঘৃণা
ভুলে যাই ক্লেশ।

আমাদের ধর্ম হোক
স্বাধীন সার্বভৌমত্বের দেশ,
হিংসা নিন্দা বিদ্বেষ 
সামাজিক সম্প্রীতি করে দেয় নিরুদ্দেশ। 

আমাদের ধর্ম হোক 
সুন্দর মনুষ্যত্ব, 
চল্ আমরা ভুলে যাই
মিথ্যে অহমিকার দম্ভ।

আমাদের ধর্ম হোক
জীব কল্যাণে শ্রেষ্ঠ, 
চল্ দুমড়ে মুচড়ে ফেলে দেই 
অন্তরে জমা যা হিংস্র,জগন্য।

আমাদের ধর্ম হোক 
মানবিক মূল্যবোধ,
চল্ ভুলে যাই পাপের রাজত্ব
হই প্রায়শ্চিত্ত। 

ধর্ম নয় মারামারি,ধর্ম নয় হানাহানি 
ধর্ম নয় দ্বন্দ্ব, 
আমাদের ধর্ম হোক
মানবিক মূল্যবোধে সর্বশ্রেষ্ঠ। 


নির্মল ভৌমিক
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া