অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
প্রেমাঞ্জলী - গৌতম নায়েক

মি তো ভালোবাসতেই চেয়েছিলাম
যেমন করে ফুলকে ভালোবাসে।
আমি ভালোবাসা চেয়েছিলাম
যেমন তৃষ্ণার্ত মরু পথিক জল চায়।

তুমি চেয়েছো পায়ে বেড়ি দেওয়া ময়না,
যে শুধু তোমার শেখানো বুলি আওড়াবে
চলবে তোমার খেয়াল খুশিতে
নাচবে তোমার ঈশারায়।

এ তো ভালোবাসা নয়, প্রভুত্ব আরোপ,
শাসন আর শোষণ,
হীন মালিক আর শ্রমিক যেমন।
বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, সম্মান নেই,
দেব দেবীহীন মন্দিরের মতোই
তোমার অন্তরও প্রেমহীন,
আছে শুধু রঙচঙে বৈভব।
ভালোবাসাও তাই হয়ে যায় মানসিক অত্যাচার।
শাসিত যেমন ভালোবাসে নিষ্ঠুর শাসককে
আমি তেমনই প্রেমাঞ্জলী অর্পণ করি তোমাতে।

গৌতম নায়েক
বীরভূম, পশ্চিমবঙ্গ 
ভারতবর্ষ