অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আই সি সি ইউ - শ্রী রাজীব দত্ত

ই একলা ঘরে
নিস্তব্দতা আমাকে গ্রাস করেছে
শরীরের রক্ত যেনো সে
চুয়ে চুয়ে পান করছে,
আমি শুনতে পাচ্ছি
আমার হৃদ স্পন্দন,
সুর বিহীন কান্নার আওয়াজ...
কে যেনো কাতর কন্ঠে কাঁদছে।
মাঝে মাঝে আমায় ডাকছে।
তবে কি...
মৃত্যু কি আসন্ন ,
দিন কি ফুরায়ে যায়
মন যেনো বিষণ্ণ।
এই চারটি দেওয়াল
এক গুচ্ছ ওষুধ
স্যালাইনের বোতলটা ও প্রায় শেষ।
কেউ জানো বলছে
আয় আয় চাঁদ মামা...
সেই ঘুম পারেনি গান
আবার!
কেউ কেউ বলছে
রমাবলিটা আন।
আমি বেঁচে আছি?
নাকি আত্মার মোহ মায়া
নাকি পাপের শাস্তি
শেষ মুহর্তে ভবিতব্যের আলো ছায়া।

শ্রী রাজীব দত্ত। কলকাতা