আসবো আবার - ডাঃ সুভাষ চন্দ্র সরকার
আবার আসবো আমি
এই সুন্দর ভূবণ মাঝে ;
কখনো সন্ন্যাসী বা পীরের বেশে,
শান্তির বার্তা নিয়ে ঘুরবো আমি
কাশ্মীর থেকে কন্যাকুমারী
নীল আরব সাগর থেকে বার্মা দেশে।
কখনো আসবো আবার পরিয়াযী সারস হ'য়ে
সাইবেরিয়া থেকে এই রূপসী বাংলায়;
কখনো নিজের সার্থে আসবো আবার
বসন্তের কোকিল হয়ে শোনাবো গান,
থাকবো দীঘির জলে বা পরের বাসায়।
কখনো আসবো আবার
হেমন্তের শেষে বা অঘ্রানের সাথে
আউসের পাকা ধানের শীষে
চড়াই বা বাবুই হয়ে,
কখনো আসবো আবার
বৌ কথা কও পাখি বা দোয়েল হয়ে ;
প্রকৃতির মাঝে থাকবো আমি
কাটাবো গান গেয়ে,
কখনো আসবো আবার
বাউল বা ফকিরের সাজে,
মন্দির মসজিদে ঘুরবো আমি
সাম্য মানবতার গান গেয়ে।।
ডাঃ সুভাষ চন্দ্র সরকার
উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
04-12-2021
-
-