লুৎফুন নাহার এর কয়েকটি কবিতা
স্থগিত
নিভে গেলে কলমের নিব আর লিখবো না তোমাকে
ডাকবো না অমোঘ মায়ায় কখনও এমন মৌ মাখা শরৎ রোদে
শুকিয়ে এলে ঝরে পড়া শিউলির বৃন্ত
মনোবৃত্ত হতে মুছে ফেলে শিশিরের নাম, নিরবে বিদায় নিলাম
নিলামে তুলে তোমার ভালোবাসার চুম্বন
একটি ত্রিকোণ হৃদয় বিদারের বিবৃতি করে স্থগিত
অল্প অল্প করে ভাঙছে মন-মন্দিরের পাড়
ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে যা কিছু ছিলো ভালোবাসবার
উপেক্ষা ছিঁড়ে উড়ে যাবো আমিও একদিন এইসব অপেক্ষা ভুলে
আমার শূন্যতাও শুরু করবে তোমার যত শূন্যতা মাপতে।
ফেরা
চায়ের কাপে রেখে যাওয়া চুম্বনও উড়ে যায় বাতাসে
থেকে যায় কিঞ্চিৎ দাগ ধূসর স্মৃতি হয়ে
দূর্বাঘাসে হাসে সকালের শিশির, রোদের আলিঙ্গনে
হেসে উঠতে পারতাম আমিও তুমি যদি রোদ হতে।
তোমার সাথে দেখা হয়ে গেলেই
সাক্ষাত হয় সত্যি ভালোবাসার সাথে
নিরব কিংবা মুখরিত থাকো মুখে মুখে
ভালোবাসার নিজস্ব একটা ভাষা আছে।
পথ চেনাবে বলে পথে নামিয়ে ফেলে গেছো একা
অচেনা পথে, অচেনা অলি-গলি পেরিয়েও
পাওয়া হলো না তোমার দেখা
এরপর আর দেরী নয়, জাস্ট নিজের ঘরে ফেরা।
সন্ধ্যা ছায়া
তৃষ্ণা খুলে দেখি জমা রেখেছো হৃদয় খোঁড়া জলের মায়া
তবু কেন অশ্রুবানে ভেসে যায় তোমার নামের ক্ষত, তোমার নামের ব্রত
তোমার কথার তর্জমার মতো…
সীমারেখা ভুলে এঁকে দিয়েছো অযুত গোলাপ-পাপড়ি অন্তরে, অভ্যন্তরে
ললাটে রেখেছো লালিত স্বপ্ন সম্ভার,
অপরাহ্ন ফুরোলেই ঢেকে যায় সব সন্ধ্যা-সন্ধ্যা ছায়ায়।
লুৎফুন নাহার
যুক্তরাজ্য
-
ছড়া ও কবিতা
-
04-12-2021
-
-