দয়া করো - সত্যেন্দ্রনাথ পাইন
চাইনা চাইনা আর ধুন্ধুমার
চাইনা মন কষাকষি আর দুর্দশা
আমি ফিরতে চাই নবোদ্যমে
নতুনভাবে তৈরি ক'রে
পরিবর্তন আনন্দের
ছবি।
দয়া করো মা আমার আর্তনাদে
দয়া করো যদি পার
হে মা-- মনে রেখে...
আমি না মানুষ না জানোয়ার
পারো যদি দয়া করো।
আমি করিনি কোনো
অপরাধ- এ মিনতি করি
তোমার কাছে।
আমার এ দেহ রইবে এ বাংলায়
এই আশায় করো আমায় দয়া;
আর স্থান দিও তব পদতলে।
প্রণাম জানাই অক্ষয় এ মাতৃভূমে।
আমি চাই না ধনী হতে,
চাই না অঢেল সম্পত্তি
চাই শুধু মাতৃ আশীর্বাদ।
করুণা করো----
দয়া করো আমায়!
সত্যেন্দ্রনাথ পাইন
পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
05-12-2021
-
-