অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অদ্বিতীয়া - দেবানন্দ দে

দ্বিতীয়া ভালোবেসে পৌঁছেছিলাম তোমার কাছে
ধুপছায়া শাড়িতে তোমাকে ফুলকুমারী মনে হয়েছিল,
তোমার চোখের মূদ্রাদোষে চমকে উঠেছিলাম আমি
ভেবেছিলাম ~
এটাই আমার ভালোবাসার মূল‍্যবান স্বীকৃতি।

আরোকাছে এসে নিঃশ্বাসের অগ্নিকণায় মোহিত হয়ে
ভেবেছিলাম, তুমিই সেই অগ্নিদূহিতা যাকে
চিরকাল ভালোবাসার অঙ্গীকার করেছিলাম।

আজও তুমি সেই ভাবে কালের সাক্ষী হয়েই রইলে
কত ফুল ফুটেছিল~কত ফুল ঝরে পড়ে গেল
তার হিসেব কষতে কষতে 
আর ঋতুমতী হলেনা এবারও।
ভ্রমরেরা বারবার ফিরে আসে 
ধাক্কা খেয়ে প্রবীণ প্রাচীরে।
বসন্ত আসে যায় আর কোন ফুল ফোটেনা    
তোমার বাগানে।  

আমি পথ ভুলি বার বার,ফিরে আসি তোমার
গন্ধহীন শরীরে,
ভালোবেসে ভুলে থাকা বড়ই নিষ্ঠুর, পীড়া দেয় মনে
ভালোবাসা শুকালেও গন্ধ ভাসে প্রেমের আকুলে। 

দেবানন্দ দে। কলকাতা