জান্নাত মণি'র কয়েকটি কবিতা
জেগে থাকে জানালা
শহীদ আজো তোমাদের হাসি লুকিয়ে আছে মাটির পরতে পরতে।
আজো তোমাদের রক্তের দাগ ইতিহাস লিখে।
আজো তোমাদের স্বপ্নময় বুকের উত্তাপ অনুভব করি,
তোমাদের ঘামার্ত পেশী পারেনি গিলে ফেলতে কেউটে পিচাশ
আজো জোষ্ঠিমাসে জোয়াদারের চাবুক কষে কৃষাণের পিঠে।
ক্ষুদিরামের মত ঘুরতে গেছ শিকল ভাঙ্গার টানে
আজো মায়ের বুকে বারোলক্ষ তেত্রিশকোটি ক্ষুদিরাম কাঁদে।
জেগে আছে জানালা..
ফিরে এসো ক্ষুদিরাম,ফিরে এসো বিজয় নিসান!
ফিরে এসো পাতাঝরা শুন্যবৃক্ষে লাল সবুজে।
আমিও সবুজ প্রজাপতি হয়ে ছুঁয়ে দেব তোমাদের
ভালোবাসায় আদরে সন্মানে।
সাঁকো
আমি পাখির মত পথ চিনে ফিরে আসি
মুঠো ভরা শর্ষে ফুলের ঘ্রাণ নিতে।
তুমি কেন থামাও পথ বিধাতা !
আমিতো ঢাকতে চাইনা চোখ আমার
সোনায় মুড়ানো সুখ।
সবুজের সংসারে ফুল ফলের রেণুমাখা প্রজাপতি আমি
জড়িয়ে রাখ কেন হলদে শেকড় ?
আমিতো ভাসিয়ে দিয়েছি জীবনের মোহনা
আমাকে ডেক না-
আমি আর ফেরাবোনা মুখ।
কথা হয় যেতে যেতে
আমি ছুটি নদীর বুকে
জলের উপর জল কনিকা ঝাউ বট হিজল লতা।
হেমন্তের মাঠের দিকে সহসা তাকাই
ফিরে পাই সেই পায়ের রেখা পথ,
জয়ন্তদের বাড়ি তনু রেখা আমার সেই খেলার মাঠ
সবুজ ছায়া আরও কতো কিছু।
মরুর বালির মত জীবন, সাপেনির মত লুকিয়ে পড়ে কাঁকরে
ভালো করে তাকাই !
জন্মাবার আগে এই প্রকৃতি আছন্ন ছিল ভালোবাসায়।
জোৎস্নারত চাঁদ ডুবে গেলে শেয়ালের কান্না ভেসে আসে
কোন সাড়া নেই বসন্তের।
বিপন্ন মাঠ কেঁপে উঠে-
স্বজনও নির্জন নির্বিকার, ভিজে আসে মেঘ
চেয়ে দেখি !
জীবনের এক টুকরো মৃত্যু মনের আসুখে।
জান্নাত মণি। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
16-12-2021
-
-