অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ডাঃ সুভাষ চন্দ্র সরকার এর দু'টি কবিতা

নীরব আত্মনিবেদন
সুপ্ত কিছু আশা কিছু 
ভালোবাসা নীরবতার মাঝে বেঁচে 
থাকে ; অদৃশ্য সম্পর্কটাকে উজ্জীবিত 
করে রাখে গভীর ভালোবাসার 
পিয়াসে; মান অভিমান থাকেনা 
হেথায় থাকে শুধু গভীর 
সম্পর্কের আত্মনিবেদন ; সবকিছুর উর্দ্ধে
পরিপূর্নতায় ভরিয়ে তোলে মন

নীল খাম
প্রিয়তমা.....
লিখলাম চিঠি নীল খামে
ভরা আছে ভালোবাসার পারশে ;
বিকেলের ডাকে যাবে তোমার কাছে, 

কেমন আছি আমি তোমার বিহনে ;
জানবে আমার নতুন ঠিকানা, 
এখানে মহুয়া-বকুল-কুসুম ছাড়া 
সবই আমার কাছে অজানা। 

অফিসের ফাঁকে দেখি মহুয়া-বকুল;
গন্ধ ছড়ায় বাতাসে 
বকুল তুমি আমার; প্রেমের মুকুল। 

বকুলের তলে বসে লিখলাম চিঠি;
সর্বদা তোমার সুরভি পাই,
প্রিয়তমা.... বিকেলের ডাকে 
নীল খামে সোহাগ পাঠিয়ে যাই।।

ডাঃ সুভাষ চন্দ্র সরকার
উত্তর চব্বিশ পরগণা 
পশ্চিমবঙ্গ, ভারত