অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আলাউদ্দিন হোসেন'র তিনটি ছড়া

★স্মৃতির ১৬
বিজয় লক্ষ বাঙালির
রক্তের দাম
এ বিজয় কোটি বাঙালির
মুখের ভাষার নাম।

এ বিজয় খেটে খাওয়া
কোটি বাঙালির প্রাণ
এ বিজয় সকল শহীদের
বিলিয়ে দেওয়া প্রাণ।

এ বিজয় বীর সেনাদের
রেখে যাওয়া স্মৃতি
এ বিজয় সকল বাঙালির
উল্লাসের এক প্রীতি।

★সবুজে ঘেরা লাল
বুজে ঘেরা লাল পতাকা
বিজয় দিনের গান 
সবুজ মাঝে রক্ত মেখে 
গেলো কোটি প্রাণ।

লাল সবুজে মাখামাখি 
দীর্ঘ ন'মাস ভর
অবশেষে বিজয় হাসি
ভরে গেলো ঘর।

সবুজ মাঝে লাল রক্ত
বিজয় মুখে হাসি
সবুজে ঘেরা লাল পতাকা
বড্ড ভালোবাসি।

★লাল সবুজ 
মি বাংলা,আমি বিজয়
আমি স্বাধীন
আমি উল্লাস,আমি অহংকার
আমি নয় পরাধীন!

আমি শহীদ,আমি গাজী
আমি বীর
আমি দুরন্ত,আমি অসীম
আমি নয় ধীর!

আমি অস্র,আমি বারুদ
আমি যোদ্ধা
আমি অকুতোভয় তরুণ
আমি নয় বৃদ্ধা! 

আমি মাটি,আমি নদী
আমি কৃষাণ
আমি গড়েছি রক্ত দিয়ে
লাল-সবুজের নিশান!

আলাউদ্দিন হোসেন
এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ,পাবনা।