সে দিন - শ্রী রাজীব দত্ত
হয়তো একটা দিন,
তুমি ফোন করেই যাবে
আমি তোমার ফোন ধরবো না।
হয়তো সেদিন,
তুমি বহু অপেক্ষা করে যাবে
আমি হয়তো আর ফিরবো না।
হতেও পারে সেদিন,
তোমার মন খারাপ, অভিমান, অভিযোগ,
এই সবকিছু শেষ হয়ে যাবে
তবুও আমি আর ফিরবো না।
হতেও পারে সেদিন,
তুমি চিৎকার করে বারবার আমায় ডাকবে,
আমি ঘুমিয়ে থাকবো, আর কোন দিন উঠব না।
সেদিন হয়তো,
আমার কথা গুলো বারবার মনে পড়বে,
আমায় ফিরে পেতে ইচ্ছা করবে,
তবুও আমি আর ফিরবো না।
সেদিন হয়তো
তুমিও আমার কাছে ক্ষমা চাইবে,
আমার হাত দুখানি খুজবে
তবু আমার হাত আর পাবে না।
সেদিন ঠিকই
কফি হাউজের নয় নম্বর টেবিল টা
ভালোবাসায় ভরে উঠবে,
শুধু আমি সেখানে থাকবো না।
সেদিনও যদি বৃষ্টি হয়
তুমি ছাতার তলায় হাঁটবে
শুধু আমায় পাশে পাবে না।
কারণ সেদিন,
মৃত্যু আমাকে শেষ করে দেবে
তোমরা সকলেই চেষ্টা করবে,
আমাকে নতুন করে বাঁচাবার
তবে আমি আর ফিরে আসবো না।
শ্রী রাজীব দত্ত। কলকাতা
-
ছড়া ও কবিতা
-
07-01-2022
-
-