হাঠাৎ দেখা - ডাঃ সুভাষ চন্দ্র সরকার
ট্রেন টা থামলো কানপুর স্টেশনে;
হঠাৎ জানি না কেনো
তিতলীর নাম টা পড়লো মনে,
কখনো বলতে পারিনি
আমি তোমায় ভালোবাসি,
জানিনা কেনো আড়োষ্ঠোতা ছিলো মনে।
উতলা হলো মন;
এতো নাম থাকতে তিতলীর
নাম টা মনে এলো,
এমন সময় এসে দাঁড়ালো
ডাউন হাওড়া গামী তুফান এক্সপ্রেস;
জানলর সোজাসুজি নারী কন্ঠে
আমার নাম ধরে ডাকলো।
চোখ তুলে দেখি শাল গায়ে
বসে আছে আমার স্বপ্নের তিতলী।
অবাক চোখে তাকিয়ে বললাম;
সত্যিই তুমি সেই তিতলী?
কেমন আছো; কোথায় থাকো?
উত্তরের আগেই ট্রেন ছেড়ে দিলো
আমি তাকিয়ে রইলাম
ট্রেন চলে যাওয়া পর্যন্ত,
জানিনা কেনো হলো দেখা;
আমার অপেক্ষার নেই অন্ত,
এমনি ভাবে চলে যাবে আমার
জীবনের শেষ বসন্ত।।
ডাঃ সুভাষ চন্দ্র সরকার
চব্বিশ পরগণা, পশ্চিম বঙ্গ
-
ছড়া ও কবিতা
-
07-01-2022
-
-