নিয়োগপত্র - সুমন্ত দে
সারাদিন ধরে বাস্তবিক জীবনযাপনে
নিজের প্রিয় কাজ ফেলে, অপ্রিয় প্রয়োজনীয় কাজ সেড়ে - খারাপ মন ভাগ করতে চেয়েছি।
পরিশ্রমের সুযোগে আপণ করে নিতে পেরেছি।
তুমি কি তা মেনে নিতে পেরেছ? পারনি। স্বাভাবিক।
শুরু হয় অসফলতা। প্রথম দিকে খুব খারাপ লাগতো।
এখন সয়ে গিয়েছে।।
কোথাও কখনো আমি শুনতে চাইনি তোমার ন্যায্য দাবি।
এভাবেই হতে চেয়েছি ঠুনকো শক্তিমান।
সব ভুলে আমি এখন দিশেহারা।
তোমায় পেতে পাগলপারা।
আশায় থাকি আবার যদি শুরু হয় পারষ্পরিক পরম্পরা।।
মাঝে মাঝে মনে হয় হারিয়ে যাই ।
কিন্তু কোথায়! চেষ্টার বিরাম ঘটায়। যেথা যাই না কেন; মনের আনাচে কানাচে তো শুধু তুমি।
হারিয়ে যাওয়ার চেষ্টা বৃথা।
এ থেকে হেরে গিয়ে জিতে যাওয়া অনেক সহজ।
একদিনও তোমার অভাব অনুভব করি না।
তোমায় পাইনি আশেপাশে কিন্তু পেয়েছি মনের গহীনে।
যেখানে কারোর প্রবেশাধিকার নেই, তবুও কি স্বাভাবিক অবলীলায় বিচরণ কর তুমি!
জানি ধীরে ধীরে অবশ্ হচ্ছে আশা
তবুও ভালোবাসি আমার একতরফা একান্ত ভালোবাসা।।
তবুও জেনে রাখ তোমায় ভালোবেসে
ভবিষ্যতে নিজেকেই ভেঙে
বিতরণ করব শত হাজার নিয়োগপত্র।
সুমন্ত দে। জলপাইগুড়ি
-
ছড়া ও কবিতা
-
07-01-2022
-
-