অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অজানা ইতিহাস - মোঃ আইনাল হক

কমুঠো খাবারের পেছনে যে করুন ইতিহাস 
তা বরং অজানাই থাক সমাজপতিদের!
ক্ষুধা, 
দারিদ্র্য, 
অনটন, 
কান্না, 
এ শব্দগুলো বরং পরিচয়হীন থাক উপরতলায়।
দুঃখের ভাগ কে আর নিয়েছে কখন?
ইট,
পাথর, 
সিমেন্ট,
বালির নিচে চাপা পড়া শ্রমিকের যে নায্য অধিকার
তা বরং অনাবিষ্কৃত থাক যুগের পর যুগ। 
গায়ের ঘামের মূল্য কে কবে পেয়েছে আর? 
লাঙ্গলের ফলায় মাটি চিরে 
সবার অন্নের যোগান দেন যে কৃষক,
ডাস্টবিন হতে যাওয়া শহরকে 
সাহেবদের বাসযোগ্য রাখেন যে পরিচ্ছন্নতা কর্মী, 
জীবনের মায়া তুচ্ছ করে রেমিট্যান্স পাঠিয়ে 
দেশের অর্থনীতিতে ভূমিকা রাখেন যে প্রবাসী,
অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করতে
অমানুষিক পরিশ্রম করেন যে শিক্ষক, 
সে সব সত্য দৃশ্যের উপস্থাপন 
বরং মঞ্চের পশ্চাতেই হোক। 
কর্মনিষ্ঠা,
সততা,
সত্যবাদীতা,
মানবিকতা, 
মূল্যবোধ, 
এ মূল্যবান শব্দগুলোর সঠিক চিত্রনাট্য 
হবে কি রচিত বিশ্ব সভ্যতার কল্যানের হাত ধরে?
নাকি নাট্যশালার রঙ্গমঞ্চে পিষ্ট হয়ে 
ূল্যায়নহীনতার অদৃশ্য ফাঁদে ক্রমশঃ যাবে মরে?

মোঃ আইনাল হক 
রাজশাহী, বাংলাদেশ