অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
কে দেবে জবাব তার - দেওয়ান সেলিম চৌধুরী

তুমিই যদি করিলে দান মনুষ্য প্রাণ, হে ঈশ্বর হে ভগবান
কেন দিলেনা বড় করে আয়ূ, কচ্ছপ সমান?
মানুষ যতদিন বেঁচে থাকে, তার সাথে তুমিও থাকো নানা অজুহাতে
মানুষের হাত ধরে সচল থাকায় দোষ কি তাতে?
মানুষ আছে বলে নানা কাজে নানা সাজে তুমিও বিদ্যমান
তুমি কি বুঝনা, মৃত্যুর মাঝে স্মৃতির ভাজে হয় তব অবসান?
অগনিত প্রাণের ভীড়ে শুধু মানুষই যদি করিবে তব জয়গান
মানুষের বন্ধনার মাঝেই যদি খোঁজ তব সম্মান
তবে বিশ্বব্রহ্মাণ্ড ছেড়ে শষ্যকণায় কেন দিলে তারে স্থান?
কেন অনন্ত বিশ্বজুড়ে গড়িলেনা শুধু মানুষের প্রাণ
কেন অনেক ধর্ম্ম ছেড়ে শুধু এক ধর্ম্ম করিলেনা দান
কেন অহেতুক উল্লাসের সাথে কেড়ে নেয়া অবিশ্বাসীর প্রাণ?
কেন চিন্তা চেতনায় গড়িলেনা সব মানুষেরে করিয়া সমান
যতটুকু প্রাণ করিয়াছ দান এই শষ্যকণার মাঝে
শুধু মানুষেরে তুমি গড়িয়াছ কেবল বন্ধনার কাজে।
এই যদি ছিল মনে সৃষ্টির শুভক্ষণে, অন্তিম অভিলাষ,
অনন্ত বিশ্বজুড়ে গড়িলেনা কেন শুধু বিশ্বাসী মানুষের চাষ?

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা।