আমরা ব্রাত্য - ডাঃ সুভাষ চন্দ্র সরকার
আমরা নাকি কিছুই বুঝি না
তাই আমরা সমাজের ব্রাত্য,
বিবেকের দরজায় কড়া নাড়ি
আমরা কথা বলি সত্য
তাই সমাজের কাছে ব্রাত্য।
আমরা বলি স্বাধীনতা ভালো
স্বেচ্ছাচারিতা নয়; প্রতিবাদ করি,
তাই আমরা সমাজের কাছ ব্রাত্য।
আমরাও সমাজে আধুনিক
কিন্তু রক্ষনশীলতায় বিশ্বাসী;
দৃষ্টি কটু তায় ঘোর বিরোধী,
তাই আমরা সমাজের কাছে ব্রাত্য।
আমরা বিকৃত মানসিকতার
শতবার বিরোধী ;
সুস্থ - বিবেক বুদ্ধির সহযোগি
সকল কর্মের উৎসাহী দাতা
বিবেক বিসর্জন দিয়ে নয়।
কালি শূন্য হীরের কলম মূল্যহীন;
বিবেকবুদ্ধি শূন্য জীবন মনুষ্যত্ব হীন,
আমরা সারস্বত বাণীর বিশ্বাসী।
আমরা বিবেকের দরজায় কড়া নাড়ি,
তাই আমরা সমাজের ব্রাত্য।।
ডাঃ সুভাষ চন্দ্র সরকার
মাটিয়া, উত্তর চব্বিশ পরগণা
পশ্চিম বঙ্গ
-
ছড়া ও কবিতা
-
20-01-2022
-
-