অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
চাঁদ ঘুমাতে গেলে - তাজ ইসলাম

যে রাতে ঘুমাতে যায় চাঁদ
সে রাতে ভাঙে আঁধারের  বাঁধ
ঘন অমাবস্যায় ঢেকে যায় পৃথিবী শরীর।

চাঁদ ঘুমাতে যায়, জোনাকিরা সুখ পায়
নিজেকেই চাঁদ ভেবে বাঁশঝাড়ে নেমে আসে জোনাকি মিছিল।

চাঁদ ঘুমাতে গেলে
জোনাকিরা খুচরা বাম দল হয়ে
বাঁশবাগানে এসে করে জোসনার বড়াই
চাঁদ ঘুমাতে গেলে জোনাকিরাই চাঁদ হয়
রাজনীতির শূন্য মাঠে
কতিপয় বামের মতো পাছার আলো জ্বলায় নিভায়।

চাঁদ ঘুমাতে গেলে
ধুন্ধুমার নেমে আসে অমাবস্যার ঢল
ভীরুগণ করে জোসনা বিলাপ
সাহসীরা অপেক্ষা করে
তারা জানে চাঁদ জেগে ওঠবে ভরা পূর্ণিমায়।

তাজ ইসলাম
কবি,ছড়াকার,ও সাহিত্যসমালোচক
ঢাকা বাংলাদেশ।