অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
হে নদী কথা কও - নীরেশ দেবনাথ

হে নদী, কথা কও!
কেন গো তুমি মৌন হয়ে রও!
কত পান্থ কত যে কথা শুধায় তোমায়,
কত কবি ডাকে যে তোমায়,
শুধায় তোমায় কোথায় তোমার ঘর,
বলছো নাকো কোন কথা, কাঁদছ শুধু, কাঁপছো থরথর।
জানি না তোমার কি যে ব্যথা!
কেন তুমি গোপন রাখো সকল কথা;
সেই ব্যথাতে ভাগ নিতে চায় কবি,
তোমার কাতর ছবি
তার হৃদয়ে দিয়েছে দুঃখ আনি
জেনেছে কবি তুমি যে অভিমানী!
স্রোতের বেগে চলতে তুমি থাকো
তাই বুঝি বা অমন করে মৌন হয়ে থাকো
আপন ব্যথার ভারে;
তোমার ব্যথা কেই বা বলো বুঝতে যে হায় পারে!
বর্ষা তোমার শেষ হয়েছে, শেষ হয়েছে পথ চলা -
তার সাথেই শেষ হয়েছে কলকল কথা বলা।
কোন্ পাহাড়ে জন্ম তোমার কোন্ সাগরে লয় হবে
জান কি তুমি কোথায় গেলে তোমার প্রাণে জয় হবে?
কবি তোমায় বলছে শোনো নদী
উপরের দিকে বইতে তুমি যদি
সকল মানুষ আসতো তবে তোমার কাছে;
স্রোত হারিয়ে পঙ্গু হয়ে থাকতে হতো না তো পাছে।
সব হারিয়ে কেন গো তুমি মৌন হয়ে রও
হে নদী, কথা কও, কথা কও।

নীরেশ দেবনাথ। পশ্চিমবঙ্গ