অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আমার বাগান - সিদ্দিকা ফেরদৌস তরু

মার সুজলা সুফলা সবুজ স্বপ্নের বাগান,
যত্ন করে সাজিয়েছি বড় যত্ন করে।
আমার বাগানে ফসলের নেই অভাব,
সব হাসি খুশি সুজলা সুফলা।
হয়তো আমার নিবির পরিচর্যা
অথবা সুনিবির ভালোবাসায় গড়া।
সবার অলক্ষ্যে অগোচরে তুলেছিলাম গড়ে।
ইদানিং আচম্বিতে যেন হয়ে গেছে
সবকিছু রংহীন বর্ণহীন, ফ্যাকাশে।
মন উচাটন স্ফুরন গেছে হাড়িয়ে।
আমার কল্প শক্তি অসাধারণ, নি:শংক,
হয়তো সেই কল্পশক্তির জোড়ে
আবারো বাগানে ফোটাবো নীল পদ্ম।
অন্বেষণে থাকবো হাড়ানো
অকৃত্রিম শুদ্ধ ভালোবাসার।
আমার পুষ্পগুলো থাকবেনা অনাবৃত,
আচ্ছাদিত হবেনা বঞ্চনায়।
মনে জাগে আশা, নিশাবসান হবে, 
উঠবে রৌদ্রজ্জ্বল রবি।
বির্দীণ শুন্যতা দূর করে,
হয়তো আবারো ফুলে ফলে ভরে উঠবে
আমার স্বপ্নের বাগান।।

সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ