ফেরারি প্রণয় - কাজী মাসুদ
হে বন্ধু -
মোর জীর্ণ হৃদয় তবু শুন্য থাক,
বেঁধোনা আমায় তোমার হৃদয় শাঁখ।
কি হবে? হারাবে যদি প্রণয় সুবাস!
ভুলিও দূরিও তব ব্যথিত আকাশ।
স্মৃতির ক্ষরণে যদি ভিজে যায় পাল!
সাগরে তুফান ওঠে ধরে রেখো হাল।
কালের স্রোতে ভাসে বিবর্ণ পলি,
অনুরাগ ঢেকে যায় নিভিয়ে দিপালি।
হয়তো কোনো এক শারদ প্রদোষে,
ঝরাবে বকুল তলে অশ্রু সুবাসে।
শ্রাবণ সাঁঝেতে যদি গোধূলি হারায়,
খুঁজে নিও দ্যুতি মোর সন্ধ্যা তারায়।
প্রজাপতি যদি কভু রাঙে জুঁই শাখে,
অনুভবে ভেবো রবো চন্দ্র বিশাখে।
বিমূর্ত স্বপনে চেয়ো নীলিমার নীলে,
পান্থ পাখির বেশে আসিব নিরালে।
হয়তো বটের ছায়ে উদাসী দুপুরে,
ফিরিব রাখাল প্রাণে মনের মুকুরে।
কাজী মাসুদ
কবি ও কলামিস্ট
যশোর,বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
28-01-2022
-
-