আমার সাথে আমি – ফরিদ তালুকদার
তুমি মশাল তুলে ধরো আদি পিতা
আমি আগুনের গল্প চিবোতে চিবোতে টুপ করে ঝরে যাবো একদিন---
সবুজ পাতার মায়া ফেলে
একফোঁটা জল পতনের শব্দহীনতায় মিশে-
নির্ভেজাল ডুবে যাবো মৃত্তিকার এই গহীনে!
তুমি মশাল তুলে ধরো আদি পিতা
বেঁচে থাকুক ভালো-মন্দের তফাত
ফুলেরা বেঁচে থাকুক আদিগন্তের ইতিহাস হয়ে সব
মস্তিষ্কের অন্ধকার জলাশয়ে ঘুমিয়ে থাক-
পাপ-পূণ্যের তরল বিশ্বাস, অনুর্বর আমার মনোভূমি!
গঠনের ধারাপাত শিখিনি কোনোদিন
যাবতীয় ভসলোবাসা, পাগলামি, ফুটপাতের কিনারে জীবন সপে বেদুঈন বাতাসের সাথে কথোপকথন…
পড়ে থাক, পড়ে থাক ওরা সব
অনুচ্চারিত পদ্যের পঙক্তি হয়ে!
এখন সময়, এখনই সময়---
হেমলকের শরাব হাতে
চলো গিলে খাই সন্ধ্যাকাশের শেষ এই আলো!
এবং তারপর—
আমি আত্মস্থ করবো এক জনম নির্জনতার নিবিড় পরিহাস !!
ফরিদ তালুকদার
টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
30-01-2022
-
-