কেউ থাকেনা - জাহিদ হাসান
কেউ থাকেনা,সবাই হারিয়ে যায়।
মনগড়া অভিযোগ আর ইচ্ছের অযুহাতে সবাই হারিয়ে যায়।শত পৃষ্ঠা চুক্তি করে,স্বপ্ন মিলিয়ে প্রতিজ্ঞা করেও হারিয়ে যায়,হারিয়ে যায় হৃদয়ে বসতি গড়ে বাস করেও।
কেউ হারিয়ে নিশ্বাস..কেউবা হারিয়ে বিশ্বাস।
হুম..এভাবেই..ঠিক এভাবেই হারিয়ে যায়।
নিশ্বাস হারালে….
পরিজনের কান্নার স্বরে প্রতিবেশীর ভীড়
কিছুক্ষণ পর মসজিদের মাইকে প্রচার করে হারানো বিজ্ঞপ্তি,তবে খুঁজে পেতে নয়
নিশ্বাসের বাসস্থান আড়ালে রাখতে।
তারপর আয়োজনে শেষ বিদায়
তবে নিয়ম মেনে বাধ্য হয়ে অনিচ্ছায়।
এভাবেই..ঠিক এভাবেই হারিয়ে যায়।
আর বিশ্বাস হারালে….
কেউ জানেনা,ছুটে আসেনা প্রতিবেশী
প্রচার হয়না হারানো বিজ্ঞপ্তি
আড়ালেই রাখে বিশ্বাসের পোষক
প্লাবন আর উষ্ণ শ্রাবণেই সমাপ্তি।
সন্ধ্যার বাঁশঝাড়ের মতো হৃদকম্পন হারানোর সুরে মাখা হয় ইচ্ছের চিৎকারে,আবদ্ধ অস্পষ্ট স্বরে।
স্বপ্নরা ছেড়া রক্তিম সুতায় পেরিকার্ডিয়ামেই খচিত করে বিশ্বাসের অনুলিপি,স্মৃতির আঘাতে বড় বড় করে খোদাই করে বিজ্ঞপ্তি,কেউ দেখেনা..কেউ জানেনা…
দেখে শুধু রাতের আঁধার,নোনা বৃষ্টি আর উষ্ণ শ্বাসে আবৃত বাতাসের পাতায়।
হুম..এভাবেই...ঠিক এভাবেই হারিয়ে যায়।
কেউ হারিয়ে নিশ্বাস,কেউবা হারিয়ে বিশ্বাস।
জাহিদ হাসান
রংপুর,বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
31-01-2022
-
-