অটোয়া, মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৫
আমি নীল হবো কোন বিষে - জান্নাত মণি

ক সর্বনাশের আশায় আমি দাঁড়িয়েছি
শেষ পর্যন্ত। 
নিয়তি! 
শপথ দুয়ার খুলে বেরিয়ে আসছিল বসন্তেরা।
সঠিক পদ্ধতি? 
নিয়ন্ত্রিত,
আমি অনায়াসে নিতে চাই
মহাপ্রলয় 
একটা মৃত্যু!
আমি নীল হবো কোন বিষে? 
কোথায় আছে হেমলক। 
অ্যান্ডিল!    
বড্ড সেকেল-
বুকের উপর ধারালো ছুরির মতো।
তবে কি ফাঁসী?
দুঃখ ছিড়ে বেরিয়ে আসার মতো 
অসম্বব!
আমি অনায়াসে নিতে চাই
মহাপ্রলয় 
একটা মৃত্যু ! 
হারপিক কিংবা সেভলন?
উহু যন্ত্রণাময়!
ছুঁতেও চাই না আমি এই বসন্তে।
আমার মৃত্যু জলে কিংবা সাগরে
অবশেষে- 
কাকের ঠোঁটে শুনবে বাসনাহীন একটা গোধূলি ডুবে গেছে।
আমি অনায়াসে নিতে চাই
মহাপ্রলয় 
একটা মৃত্যু!
অর্থহীন রাতের মতো একটুখানি ছোঁয়া,  
ব্যাস! 
সায়ানাইড?
স্বর্গেও জীবন্ত হয়ে নয়- 
তালাবদ্ধ সিন্দুকে! 
আপন থেকে অনেক দূরে জমিন খুঁড়ে।

জান্নাত মণি। বাংলাদেশ