একুশের শ্রদ্ধাঞ্জলি - সুনির্মল বসু
বন্ধু, একবার নতজানু হ ও, বন্ধু, একবার ওদের অভিবাদন করো, এই বিশ্ববিদ্যালয় চত্বরে এখনো লেগে আছে ওদের রক্ত,
ধানজমিতে, আলপথে, বিলে শাপলা শালুকে,
পথে প্রান্তরে, কাশ বনের ধারে, টালির চালের পাশে,
পাঠশালায় আমার বাংলা ভাষা যায়,
প্রভাতবেলায় বনতল ফুলে ফুলে ভরে যায়,
শিশুর বাল্যশিক্ষার অক্ষরে বাংলা ভাষা জেগে থাকে, দীঘির জলে কাব্যিক ঢেউ ওঠে, অরণ্য পাখির গানে আকাশ মুখরিত হয়,
এই ভাষাতে কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ও নজরুল, এই ভাষাকে ভালোবাসতে করো না যেন ভুল, এই ভাষাতে কথা বলে শান্তি পাই, পাখির ডাকে জেগে উঠি,পাখির ডাকে ঘুমাই,
এই ভাষাতে কবিতা লিখে বিখ্যাত শক্তি সুনীল,
আল মাহমুদ,শামসুর,
মায়ের ভাষাকে প্রানে রাখো, সরিয়ে রেখো না দূর।
সুনির্মল বসু
নবপল্লী, বাটানগর
দক্ষিণ 24 পরগনা
কলকাতা, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
20-02-2022
-
-