অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ঘাস কাজলের মল - মুতাকাব্বির মাসুদ

সেদিন পাগল করা প্রেমের মহড়া
সাজিয়েছিলাম কাগজের নৌকায় 
উঠোনে জমানো বৃষ্টির জল
তোমার আলতা পায়ে ঘাস কাজলের মল
শুকনো পাতায় তুলে দিতাম
ভাসিয়ে দিতাম আমার প্রেমের শ্রুতলিপি 
পেয়েও তুমি না পাওয়ার ভান করে
ঠোঁটের কোণে রোদের হাসি  উড়িয়ে দিতে
আমার বুক  বরাবর চোখ বরাবর
বাউরি বাতাসে আজো খুঁজি 
উন্নিদ্র বৃষ্টির স্রোতে তোমার 
উদ্ভিন্ন প্রেমের নিলোৎফল পাণ্ডুলিপি! 

মুতাকাব্বির মাসুদ 
শ্রীমঙ্গল, বাংলাদেশ 
২০-০২ -২০২২