বাংলা আমার - নীরেশ দেবনাথ
বাংলায় আমি মাকে ডাকি
বাংলায় কথা বলি
বাংলায় আমি হাসি-কাঁদি
বাংলার মাটি দলি।
বাংলায় আমি কবিতা লিখি
বাংলায় চিন্তা করি
যতই থাকি বিদেশ বিভূঁইয়ে
বাংলাই স্মরণ করি।
বাংলায় লিখি আনন্দ গান
লিখি দুঃখ গাথা
বাংলাই আমার সুখের আলয়
বাংলাই মাথার ছাতা।
বাংলার জল করি পান
বাংলার জলেই স্নান
বাংলার বায়ু বুক ভরে নিতে
প্রাণ করে আনচান।
বাংলায় আমি ভালোবাসি
বাংলায় ঝগড়া করি
বাংলাকে আমার বাঁচাতে
জান দিয়ে আমি লড়ি।
বাংলার মাটি বাংলার ভাষা
বাংলাই আমার মান
ঢাকা শিলচরের মাটিতে তাই
দিয়েছি আমার জান।
বাংলাকে ভালোবাসি কিনা
দেখতে তুমি চাও!
এসো, তবে বুক চিরে দেখো,
তুমি কি দেখতে পাও!
বাংলায় আঁকা বাংলায় লেখা
বাংলার বীরত্ব গাথা
বাংলার শহীদের রক্তে লেখা
তাঁদেরই জীবন গাথা।
নীরেশ দেবনাথ
২৪ জানুয়ারি, ২০২২
পনিহাটি।
-
ছড়া ও কবিতা
-
20-02-2022
-
-