অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
যুদ্ধ নয় শান্তি - এস ডি সুব্রত

ভুল ভাঙ্গে শেষে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে
শক্তি দম্ভ কুটকৌশলের কাছে 
বিবেক মানবতা হার মানে 
সতর্কতা নিষেধাজ্ঞা হুঁশিয়ারি ব্যর্থ সবই
ভেস্তে গেল শান্তির আয়োজন 
জল্পনা কল্পনা ছাড়িয়ে রুশ হামলা ,
বিধ্বস্ত ইউক্রেন পরাজয়ের পথে
কিয়েভে অশান্তির আগুন  দিশেহারা জেলেনস্কি
মৃত্যুর খেলায় জ্বলছে ইউক্রেন জ্বলছে মানুষ
জ্বলছে মানবতা ,
সহযোগিতা মুখে মুখে যেন নিধিরাম
অশান্তির আগুন লেলিহান শিখা
ব্যর্থ ক্রেমলিন ব্যর্থ ন্যাটো ইইউ
পুতিনের ট্রিগার চেপে ধরা 
যুদ্ধ নয় শান্তি 
শক্তি নয় মানবতা হোক জয়ী ।

এস ডি সুব্রত
লেখক: কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।