যুদ্ধ বিষাদ - কাজী মাসুদ
চারিদিকে লাশের কষ্ট মিছিল!
চির-অপলক চোখের ক্লান্তকোণে
শুষ্ক রক্তকাজল।
বেঁচে থাকার ব্যর্থ আকুতি।
বারুদের ঝাঁঝালো ঝাঁঝে বিদগ্ধ
কিশোরের উচ্ছল রংধনু।
ডুবন্ত গোধূলির মায়াবী দিগন্তে
ভাঙা পালকে-
সাথী হারা নীড় হারা পাখিদের
বিধুর আয়োজন।
সাঁঝের অভিমানী আঁধারে
প্রদীপে প্রদীপ্ত পরশে
প্রেয়সীর অবিশ্রান্ত প্রতীক্ষার অশ্রু ক্ষরণ।
খোকা ফিরবে বলে-
অগণন তারার পানে
মায়ের বিষন্ন চেয়ে থাকা।
বুলেটের নিঠুরনৃত্যে
স্বর্গদূত শিশুর পবিত্র প্রাণের
সকরুণ বিয়োজন।
দ্রোহের তপ্ত আগুনে দগ্ধ
ফুলেল প্রিয় প্রাঙ্গণ।
জোনাকির বিমর্ষ আলোয়
মৃত প্রিয়মুখ খুঁজে ফেরা।
লাশের ভারী গন্ধে দলিত-
মহুয়ার সুগন্ধি বিলাস।
উদগ্র অগ্নি ধোঁয়ায় ফুঁপে ওঠে
সবুজের নিদারুণ ধূসরতা!
বিমূঢ় দীর্ঘশ্বাসের নীলাভ কুন্ডলি
গ্রাস করে পূর্ণিমাপ্রভা।
প্রকম্প বিলাপে ব্যথিত প্রণয়ী নীলিমা!
হে! পাষাণী যুদ্ধ!
ক্ষান্ত করো তোমার নির্মমতা;
মানবিকতার পরম প্রপাতে-
চিররুদ্ধ হোক তোমার দাম্ভিকতা।
শান্তির শাশ্বত প্রাণে
শাণিত হোক মহানুভবতা।
কাজী মাসুদ
কবি ও কলামিস্ট
যশোর, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
26-02-2022
-
-