অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
এখনো মানুষ স্বপ্ন দেখে - গোলাম কবির

কিছু অভিমান জমে থেকে
হিমালয় হয়ে গেছে আবার কতো
অভিমানের অশ্রু ফেরারি মেঘ হয়ে 
অসীম শূন্যে উড়ে গিয়ে 
ফিরে এসে তুমুল বৃষ্টি হয়ে 
ভাসিয়ে দিয়েছে হৃদয়। 

কিছু না বলা ব্যথার অশ্রু 
গড়িয়ে পড়তে পড়তে 
নদী হয়ে গেছে।  
কিছু আশা বিলীন হয়ে গেছে 
চরের জমির মতো অকষ্মাৎ, 
কতো নিবিড় সম্পর্কের উষ্ণতা 
কমতে করতে হিম হয়ে গেছে।  
কতো ভালবাসা অযত্ন ও অবহেলায় মরে গেছে, 
কতো লোক ভাল না বেসে 
শুধু হিংসা এবং ঈর্ষায় মেতে আছে।  
কেউ শুধু ঘৃণাই করে গেলো 
সারাজীবন মানুষকেই! 

তারপরও কিছু লোক
এখনো ভালবাসে মানুষকে, 
এখনো ভালবাসে ফুল, পাখিদের কোলাহল,  
তবুও কিছু লোক এখনো ভালবাসে গান,
এখনো ভালবাসে নারী এবং নদীকে,
এখনো লিখে মনোরম কবিতা, 
এখনো মানুষ স্বপ্ন দেখে সুন্দর আগামী পৃথিবীর।

গোলাম কবির
মোহাম্মদপুর, ঢাকা